Monday, November 25, 2019

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য গাইড লাইন। Perfect Freelancing Information Sylhet Bangladesh

Perfect Freelancing Information Sylhet Bangladesh

আপনার যদি স্বাধীনতা পছন্দ হয়, নিজ বাসায় বা যে কোন স্থান থেকে কাজ করতে ভালো লাগে, তাহলে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং নিয়ে কেন করবে, তা নিয়ে বিস্তারিত একটি লেখা লিখেছি। চাকরি করা ছাড়াও সুন্দর আয় করা, স্বাধীন জীবন এবং অন্যান্য    ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। নিচের লেখা দুটিও পড়তে পারেন।
  • পূরন করুন স্বপ্ন গুলো – ফ্রিল্যান্স আউটসোর্সিং
  • পূরন হওয়া স্বপ্ন গুলো – ফ্রিল্যান্স আউটসোর্সিং
  •  

    Perfect Freelancing Information Sylhet Bangladesh

 এবার লিখব ফ্রীল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায় তা নিয়ে।

একদম সহজ থেকে শুরু করি, আপনি যা জানেন তা দিয়েই কাজ শুরু করতে পারবেন। লেখা লেখি, ডেটা এন্ট্রি, প্রোগ্রামিং, মার্কেটিং, টাইপিং, ডিজাইনিং, ইমেজ এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, ডেভেলপমেন্ট, ভার্চুলাল এসিস্ট্যান্ট সহ অনেক কিছু।  নিচে আপওয়ার্কে  কি কি জব পাওয়া যায় তার একটা স্কিনসর্ট। ছবির উপর ক্লিক করলে বড় করে দেখা যাবে।

Saturday, November 23, 2019

This is my Google top rangking gig banner..... (Perfect Freelancing Information Sylhet Bangladesh)

Perfect Freelancing Information Sylhet Bangladesh
This is my Google top rangking gig banner.....
(Perfect Freelancing Information Sylhet Bangladesh)

This is my Google top rangking gig banner..... (Perfect Freelancing Information Sylhet Bangladesh)

Perfect Freelancing Information Sylhet Bangladesh
 
This is my Google top rangking gig banner.....
(Perfect Freelancing Information Sylhet Bangladesh)

Wednesday, November 20, 2019

ভালো কাজ শিখার আগে বা কাজ বুজার আগে মার্কেটপ্লেসে একাউন্ট খুলবেন না ৷৷৷ Perfect Freelancing Information Sylhet Bangladesh

Perfect Freelancing Information Sylhet Bangladesh 

...................  জানা থাকা জরুরি 
  1. ভালোভাবে কাজ শিখার আগে কোন মার্কেটপ্লেসে একাউন্ট খুলবেন না, অন্যথায় আপনার প্রোফাইল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা ৯৯%!  (বেশিরভাগ মার্কেটপ্লেসে আপিনি নেশনাল আইডিকার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করতে হবে তাই জীবনে দ্বিতীয়বার আপনার নামে একাউন্ট খুলতে পারবেন না)
  2. একাউন্ট খোলার সময় কোন ফেক তথ্য দিবেন না
  3. আপনার একাউন্টের নাম, এন আইডি এবং ব্যাংক একাউন্ট সব যাগায় নাম জন্ম তারিখ ইত্যাদি একই হতে হবে
  4. অন্যদের প্রোপাইলের তথ্য বা প্রোটফোলিও কপি পেস্ট করবেন না। (রিপোর্ট করলে প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে)

Sunday, November 17, 2019

ভালো ফ্রিল্যান্সার হতে হলে >>>>>>>>>>>> Perfect Freelancing Information Sylhet, Bangladesh


Perfect Freelancing Information Sylhet, Bangladesh

 ভালো ফ্রিল্যান্সার হতে হলেঃ

শুধু ফ্রিল্যান্সার হলেই কিন্তু চলবে না। আপনি ফ্রিল্যান্সার হলেন, কিন্তু কোন ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে না- এমনটা হলে ফ্রিল্যান্সিং আপনার জন্যে না। ভালো ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে বেশকিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, মার্কেটপ্লেসে আপনি যখন বিড করবেন, তখন ক্লায়েন্ট আকৃষ্ট হবে আপনার প্রোফাইল দেখে। সেজন্যে প্রোফাইল হতে হবে চমৎকার, যাতে ক্লায়েন্ট দেখেই আগ্রহ প্রকাশ করে কাজ দিতে। বিভিন্ন মার্কেটপ্লেস ঘুরে, সেখানে ক্লায়েন্টদের চাহিদা বুঝে প্রোফাইল তৈরি করা উচিৎ।
দারুণ একটা প্রোফাইল বানাতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যেমনঃ
১। যেকোন একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। বাংলাদেশে আউটসোর্সিং কোচিং সেন্টার আছে, সেখান থেকে এ বিষয়ে শেখা যায়। তাছাড়া নিজে নিজে হাতে কলমে চেষ্টা করাটা খুবই দরকারি। ভিডিও টিউটোরিয়াল দেখেও অভিজ্ঞ হবার পথে এগিয়ে যাওয়া যায়।
২। আপনি যে বিষয়ে এক্সপার্ট হয়েছেন, সে বিষয়টি নিয়ে দুই একটা কাজ করে রাখতে হবে। যেমন, আপনি যদি লেখালেখিতে ভালো হন, তাহলে আপনার লেখা কোন একটা আর্টিকেল প্রোফাইলে যোগ করে দিতে হবে।
৩। oDesk.com, Freelancer.com এর মতো জনপ্রিয় মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং স্কিল মেজারমেন্ট নামে একটা পরীক্ষা দেয়া যায়। এগুলোতে অংশগ্রহণ করলে সেটি প্রোফাইলের জন্যে মন্দ হবে না কিন্ত!
৪। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ছাড়াও আপনার প্রোফাইল আর নৈপুন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ আর ফোরামে শেয়ার করতে পারেন। এতে প্রোফাইলের পরিচিতি বাড়বে, ফ্রিল্যান্সিংয়ে যা বেশ গুরুত্বপূর্ণ। if u want to another information to go my FB

if u Want to go frelancer >>>>>>>>>>>>Perfect Freelancing Information Sylhet, Bangladesh .


Perfect Freelancing Information Sylhet, Bangladesh

new post in Perfect Freelancing Information Sylhet, Bangladesh site.https://shahinsylhety.blogspot.com/
ভেতো বাঙ্গালির দেশে অন্তর্জাল বা ইন্টারনেট শুরুর দিকে ছিল বড়লোকেদের বিলাসিতার দ্রব্য। এরপর কেটে গেছে অনেকটা সময়। ইন্টারনেট এখন বনেদি ব্যবসায়ী থেকে পাড়ার মুদির দোকানদার পর্যন্ত ছড়িয়ে গেছে। তবে বাঙ্গালির ইন্টারনেট সম্পর্কে ধারণা কিন্তু পাল্টায়নি। অন্তর্জালের ব্যাপারটা এখনো অধিকাংশের কাছে নিখাদ বিনোদনের মাধ্যম, আর কিছুই নয়। যে ছেলেটা ফেসবুকের মাধ্যমেই আয় করে, হাতখরচটা ফেসবুকই এনে দেয়- তাকে তার মা হয়তো এখনো বলেন,

“কি করিস সারাদিন ফেসবুকে? সুন্দরী মেয়েদের ছবি দেখিস খালি? আজ খবর আছে তোর। উনি খালি আসুক আগে অফিস থেকে!”

থাক সে সব কথা। ফ্রিল্যান্সিং নামটা শুনে হয়তো অনেকেই চোখ কপালে তুলে ভাবছেন, এসব তো প্রোগ্রামার, কম্পিউটার এক্সপার্টের কাজ। এসব জেনে আমাদের কি লাভ? শুনে অবাক হবেন, ফ্রিল্যান্সিং ব্যাপারটার সাথে সেসবের তেমন সম্পর্কই নেই! হ্যাঁ, অনলাইন ফ্রিল্যান্সিং ব্যাপারটায় এক্সপার্ট হতে হলে কম্পিউটার না্মক যন্ত্রটির সাথে ভালোই খাতির থাকা লাগে, কিন্তু তার মানে এই নয় যে সিএসই থেকে ডিগ্রি থাকা লাগবে ফ্রিল্যান্সিং এর জন্যে। ঘরে বসেই অনলাইন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শেখা সম্ভব। ব্যাপারটা খোলাসা করে বলা যাক।
ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং প্রথম শুরু হয়েছিলো ১৯৯৮ সালের দিকে। অনলাইনে একটা মার্কেটপ্লেস খোলা হয়েছিলো, সেখান থেকেই বলতে গেলে ফ্রিল্যান্সিংয়ের শুরু। ব্যাপারটা বেশ মজাদার। ধরাবাধা অফিস টাইম নেই, যখন ইচ্ছে কাজ করলেই হলো! এই কাজ হতে পারে বিভিন্ন রকম। ওয়েব ডিজাইনিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিষয়ভিত্তিক আর্টিকেল লেখা বা ডাটা এন্ট্রি হতে পারে ফ্রিল্যান্সিংয়ের বিষয়।

এখানে দুই পক্ষ থাকেন। ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার। ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে বিভিন্ন কাজ দিয়ে থাকেন, আর একটা নির্দিষ্ট সময়ের (যেটি ফ্রিল্যান্সারের ইচ্ছেমতো নির্ধারণ করা হয়) মধ্যে কাজ শেষ করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে হয়। ক্লায়েন্টের সাথে কাজ শুরুর আগেই চুক্তি করা হয় পারিশ্রমিক নিয়ে। কাজ হয়ে গেলে, ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়। ব্যস, হয়ে গেল একটি সফল ফ্রিল্যান্সিং. if u want toanother information   FB


Saturday, November 16, 2019

ফ্রিল্যান্স মার্কেটপ্লেস >>>>>Freelancing Information Sylhet, Bangladesh

Freelancing Information Sylhet, Bangladesh


ফ্রিল্যান্স মার্কেটপ্লেস>>>>>>>>>>>>
ফ্রিল্যান্সার ফ্রীল্যান্সিং এর জন্য ভাল একটি মার্কেটপ্লেস । অনেক বাংলাদেশী ফ্রীল্যান্সাররা এখানে দীর্ঘদিন থেকে সফলতার সাথে কাজ করছে। এই মার্কেটপ্লেসটি বাংলাদেশেও তাদের কার্যক্রম প্রসারের অংশ হিসেবে www.freelancer.com.bd চালু করে। এখানে ফিল্যান্সিং করার পাশাপাশি বিভিন্ন কন্টেস্টে অনংগ্রহন করেও টাকা উপার্জন করা যায়। ইতিমধ্যে অনেক বাংলাদেশী ফ্রীল্যান্সার বিভিন্ন কন্টেস্টে বিজয়ী হয়ে ভাল মাানের প্রাইজমানি লাভ করেছে।

 Freelancing Information Sylhet, Bangladesh


আপওয়ার্ক www.upwork.com

www.upwork.com ফ্রীল্যান্সিং এর জন্য জনপ্রিয় একটি মার্কেটপ্লেস । ২০০৩ সালে চালু হওয়া এই ফ্রীল্যান্স মার্কেটপ্লেসটি এতদিন পর্যন্ত ওডেস্ক Odesk.com নামে পরিচিত ছিল। ২০০৫ সালে অন্য অরেকটি জনপ্রিয় ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্স Elance.com এর সাথে একত্রিত হয়ে আপওয়ার্ক নাম ধারণ করে। এখানে একজন ফ্রিল্যান্সার নির্ধারিত মূল্যে বা ঘন্টা হিসেবে করতে পারে। ক্লায়েন্ট আপনাকে সম্পূর্ণ প্রজেক্টের জন্য বা একটি নির্দিষ্ট সময়ের জন্য (কয়েক সপ্তাহ বা কয়েক মাস এর জন্য) নিয়োগ করতে পারে। রেজিষ্ট্রেশন করার সময় প্রতি ঘন্টায় আপনার কাজের মূল্য উল্লেখ করে দিতে হবে। কাজ শেষে আপনি যত ঘন্টা কাজ করেছেন ঠিক ততটুকু পরিমাণ টাকা ক্লায়েন্ট আপনাকে প্রদান করবে। কাজ করার মূহুর্তে আপনার ব্যয়কৃত সময় নির্ধারণ করার জন্য আপনাকে একটি সফ্টওয়্যার চালু রাখতে হবে, যা একটি নির্দিষ্ট সময় পরপর আপনার ডেস্কটপের স্ক্রিসশট এবং অন্যান্য তথ্য ক্লায়েন্টের কাছে পাঠাবে। ফলে ওই সময় আপনি কাজ করছেন কিনা ক্লায়েন্ট সহজেই নির্ধারণ করতে পারবে। তবে অন্য সাইটগুলোর মত এখানেও অনেক কাজ পাওয়া যায় যেখানে সম্পূর্ণ প্রজেক্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। এই সাইটে প্রতি কাজের জন্য ১০% টাকা কমিশন হিসেবে প্রদান করতে হয়। যেহেতু বেশিরভাগ কাজ ঘন্টা হিসেবে প্রদান করা হয় তাই অন্য সাইটগুলোর তুলনায় এই সাইট থেকে অনেক বেশি পরিমাণে আয় করা সম্ভব।thanks for reading. if want to know another info visite my facebook page

Saturday, November 9, 2019

The benefits of Freelanc. Perfect Freelancing Information Sylhet, Bangladesh

              Perfect Freelancing Information Sylhet,  Bangladesh 
The benefits of freelancing

    A freelancer chooses to do his job, in which case no one can force him to work.
    Often you decide for yourself how much you will work for.
    You can start freelancing at any time. It does not require much preparation. Only if you are proficient in a specific topic can you start working on it.
    A freelancer is able to determine the person or organization he or she will work with. In this case, he has full freedom of will.
    If you are a freelancer you will set your own work schedule. There is freedom in scheduling work.
    In a nutshell, a freelancer has his own work chart and manages it himself.  

if u want to know another info please visite my Facebook page, and my site :  Perfect Freelancing Information Sylhet,  Bangladesh.

What is freelancing? Perfect Freelancing Information Sylhet, Bangladesh..


 Perfect Freelancing Information Sylhet,  Bangladesh 
Freelance is a combination of the words Free and Lance. From the beginning of the 7th century, the word spread.

Freelancer is a person who works independently without any contract with a specific organization. There may be no specific remuneration to his work, while the subject may not be specified at full-time or part-time.


To put it simply, a freelancer is a freelancer - a person who works for different organizations according to his or her skills.

For example: a writer who writes content for a person or organization. Similarly, a logo designer designs a logo for a person or organization for a while. thanks for reading my post.  Perfect Freelancing Information Sylhet,  Bangladesh